গেম বানানোর সময় অনেক কিছু মাথায় রাখতে হয়। অনেক কিছু প্রথমবারে কাজ করবে না। কিন্তু ধৈর্য্য এর সাথে এগুলে খুবই সহজ। আমি প্রথম যখন পাইথন শিখেছিলাম তখন খেয়াল চেপে ধরেছিল "দেখাই যাক না একটা গেম বানিয়ে ফেলা যায় কিনা।" মুল উদ্দেশ্য কিছু লজিক ঠিক ভাবে ইমপ্লিমেন্ট করতে শেখা।